ঢাকা, সোমবার, ১৪ জুলাই ২০২৫
Sharenews24

জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স আসেনি ১০ ব্যাংকে

২০২৫ জুলাই ১৪ ১০:০৭:২৩
জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স আসেনি ১০ ব্যাংকে

নিজস্ব প্রতিবেদক: চলতি জুলাইয়ের প্রথম ১২ দিনে ১০টি ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। তারপরও চলতি মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছে ১০৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার; যা বাংলাদেশি মুদ্রায় (এক ডলার ১২১ টাকা ধরে) ১৩ হাজার কোটি টাকার বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে ১০টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে ১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ১টি বিশেষায়িত ব্যাংক, ৪টি বেসরকারি ব্যাংক এবং ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।

চলমান জুলাইয়ের প্রথম ১২ দিনে রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংকে কোনো প্রবাসী আয় আসেনি। এ ছাড়া বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উরি ব্যাংকেও কোনো রেমিট্যান্স আসেনি।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১০৭ কোটি ১০ লাখ (১.০৭ বিলিয়ন) ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (এক ডলার ১২১ টাকা ধরে) ১৩ হাজার কোটি টাকার বেশি।

এটি গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ২০২৪ সালের জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসেবে চলতি বছর একই সময়ে ১২ কোটি ৩০ লাখ ডলার বেশি এসেছে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে