ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

নামাজের রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয়

২০২৫ জুলাই ১৩ ১২:৩০:২১
নামাজের রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয়

নিজস্ব প্রতিবেদক: আমি প্রায়ই নামাজের রাকাতসংখ্যা স্মরণ রাখতে পারি না। ফলে নামাজের মধ্যেই এমন পরিস্থিতির শিকার হই যে, আর কয় রাকাত পড়ব তা স্থির করতে পারি না। এ ধরনের পরিস্থিতিতে আমার করণীয় কী? নামাজ কীভাবে শেষ করব?

উত্তর: নামাজ রাকাতসংখ্যা নিয়ে সংশয়ে পড়লে নিয়ম হল, যে কয় রাকাত পড়েছেন বলে প্রবল ধারণা হয় সেটার উপর ভিত্তি করে অবশিষ্ট নামাজ পড়বেন।

অতঃপর নামাজ শেষে সাহুসিজদা করবেন। আর যদি কত রাকাত হয়েছে এ ব্যাপারে কোনো দিকেই প্রবল ধারণা না হয়, তাহলে সম্ভাব্য রাকাত সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে কম সংখ্যাটি ধরে অবশিষ্ট নামাজ আদায় করবেন। তবে এ ক্ষেত্রে অবশিষ্ট নামাজের প্রত্যেক রাকাতের পরে বৈঠক করতে হবে এবং তাশাহহুদ পড়তে হবে। অতঃপর সাহু সিজদার মাধ্যমে নামাজ শেষ করতে হবে।

উল্লেখ্য, নামাজের মধ্যে এ ধরনের সংশয় সাধারণত খুশু খুজুর অভাবে হয়ে থাকে। তাই খুশু খুজুর সাথে নামাজ আদায় করার চেষ্টা করা উচিত। এ ব্যাপারে কোনো আল্লাহওয়ালা বুযুর্গের পরামর্শ নেওয়া যেতে পারে।

-সহীহ মুসলিম ১/২১১; সুনানে আবুদাউদ ১/১৪৭; কিতাবুল আস্ল ১/২২৪; ফাতাওয়া খানিয়া ১/১২০; ফাতহুল কাদীর ১/৪৫২; তাতারখানিয়া ১/৭৪৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১৬৯-১৭০

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

লাইফ স্টাইল এর সর্বশেষ খবর

লাইফ স্টাইল - এর সব খবর



রে