ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

ছাত্রদলে একযোগে পদত্যাগের হিড়িক

২০২৫ জুলাই ১২ ১৬:৪৫:৫২
ছাত্রদলে একযোগে পদত্যাগের হিড়িক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিটফোর্ড এলাকায় পাথর দিয়ে মাথা থেঁতলে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনার পর সারাদেশে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। শনিবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত ছাত্রদলের ৩০ জনের বেশি নেতাকর্মী ফেসবুকে পোস্ট দিয়ে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (AUST) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিসানুল আলম লিসান নিজের ফেসবুক পোস্টে আবেগঘন ভাষায় লেখেন: “ব্যক্তিগত কারণে আমি এই পদ থেকে সরে দাঁড়াচ্ছি। জন্মলগ্ন থেকে পারিবারিক রাজনীতির সূত্র ধরে ছাত্রদলের সঙ্গে ১০ বছরেরও বেশি সময় জড়িত ছিলাম। বিএনপির দুঃসময়ে, এমনকি বাবার জেল জীবনের সময়ও রাজনীতি চালিয়ে গেছি। কিন্তু বর্তমানে যে পরিবেশ, তা আমার সেই স্বপ্নের রাজনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ রানা প্রান্ত লিখেছেন: “সাম্প্রতিক সময়ে ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের নীতিবহির্ভূত কর্মকাণ্ডে আমি মানসিকভাবে অস্বস্তিতে ভুগছি। সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হলেও তা যথেষ্ট নয় বলে মনে হয়েছে।”

মৌলভীবাজার জেলা ছাত্রদল সদস্য মুহাম্মাদ রাব্বি মিয়া বলেন: “সাম্প্রতিক সময়ের কিছু কর্মকাণ্ড আমাকে অস্বস্তিতে ফেলেছে। সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. জাহিমুর রহমান জিসান ও সাংগঠনিক সম্পাদক মো. ইশতিয়াক রহমান যৌথভাবে ফেসবুক পোস্টে লেখেন:

“আজ থেকে নিজেকে অরাজনৈতিক ঘোষণা করছি। জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সঙ্গে কোনো গাদ্দারি আমরা মেনে নিতে পারি না। দলের আদর্শের সঙ্গে বাস্তবতা সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছে।”

পিরোজপুর জেলার দূর্গাপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. রাকিব হাওলাদার পদত্যাগপত্রসহ একটি পোস্টে বলেন:“আমার সৃষ্টিকর্তার কাছে জবাবদিহিতার ভয়েই আমি ছাত্রদল থেকে পদত্যাগ করছি।”

ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও, ফেসবুকজুড়ে ছাত্রদলের পদত্যাগ ও প্রতিক্রিয়ায় তীব্র অভ্যন্তরীণ অস্থিরতার আভাস মিলছে। অনেকেই দলের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অবস্থানের সঙ্গে নিজ অবস্থানকে সাংঘর্ষিক বলে মনে করছেন।

মিটফোর্ড হত্যাকাণ্ড ঘিরে ছাত্রদল ও বিএনপির সংশ্লিষ্টতা নিয়ে রাজনৈতিক বিতর্ক চললেও দলীয় নেতৃবৃন্দ বারবার সেই অভিযোগ প্রত্যাখ্যান করছেন। তবে ভবিষ্যতের রাজনীতিতে এই ক্ষোভ ও পদত্যাগের ঢল কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা চিন্তিত।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে