ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

সাবেক আইজিপির চমকে দেওয়া স্বীকারোক্তি!

২০২৫ জুলাই ১২ ১৫:৩৭:২০
সাবেক আইজিপির চমকে দেওয়া স্বীকারোক্তি!

নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ক্ষমার আবেদন ট্রাইব্যুনালের বিবেচনায় থাকবে— এমনটি জানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি লিখিত আদেশে।

গত ১০ জুলাই ট্রাইব্যুনালে হাজির হয়ে চৌধুরী মামুন নিজের বিরুদ্ধে আনা হত্যা ও গণহত্যার অভিযোগ স্বীকার করেন এবং রাজসাক্ষী হওয়ার আবেদন জানান। আদালতে তিনি বলেন, “জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যা সংঘটনের যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য। আমি দোষ স্বীকার করছি এবং রাজসাক্ষী হয়ে সব তথ্য আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই।”

১২ জুলাই ট্রাইব্যুনাল লিখিত আদেশে উল্লেখ করে, মামুন যদি চলমান মামলার প্রধান ও সহঅভিযুক্তদের বিরুদ্ধে সত্য তথ্য প্রদান করেন, তাহলে তার ক্ষমার বিষয়টি পরবর্তীতে বিবেচনা করা হবে। একইসঙ্গে, তাকে সাক্ষী হিসেবে ডাকার প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের আদেশে আরও বলা হয়েছে:

সাবেক আইজিপিকে আলাদা সেলে রাখা হবে

উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করা হবে

চলতি বছর জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে গণহত্যা, হত্যা ও দমন-পীড়নের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মোট ৫টি অভিযোগ গঠন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদালতে হাজিরের সময় মামুনকে প্রশ্ন করা হয়, তিনি অভিযোগ অস্বীকার করছেন কি না, তখনই তিনি অভিযোগ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক আইজিপির এই স্বীকারোক্তি এবং রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ মোড় তৈরি করতে পারে চলমান বিচারিক প্রক্রিয়ায়। একইসঙ্গে, এর মাধ্যমে আন্দোলনের সময়কার বিভিন্ন গোপন তথ্য ও দায়বদ্ধতার প্রশ্ন সামনে আসার সম্ভাবনা রয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে