ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের ভিডিও বার্তা 

২০২৫ জুলাই ১২ ১৩:০১:৪৪
নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের ভিডিও বার্তা 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন, "অদৃশ্য শক্তি আজ দৃশ্যমান হয়ে উঠছে, আমাদের ঐক্যবদ্ধ না হলে সংগ্রাম ব্যর্থ হতে পারে।"

ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি আজ থেকে সাত-আট মাস আগে বলেছিলাম—আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আজ সেই কথার সত্যতা প্রমাণিত হচ্ছে। যেসব শক্তি আগে আড়ালে ছিল, আজ তারা একের পর এক প্রকাশ্যে আসছে।”

তিনি দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “যদি আমাদের নিজস্ব দলেই কেউ এমন কাজ করে, যা জনসমর্থনযোগ্য নয়—তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে দলের বাইরে রাখতে হবে। দলের ঐক্য রক্ষা করতে হলে অনৈতিক ও জনবিচ্ছিন্ন কার্যকলাপ বরদাশত করা যাবে না।”

তারেক রহমান আরও বলেন, “আমরা যদি নিজেদের ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে আমাদের ৩১ দফা বাস্তবায়ন সম্ভব হবে না। আর এই ৩১ দফা বাস্তবায়ন করতে না পারলে, গত ১৫ বছরের সংগ্রাম, ত্যাগ, নির্যাতন—সব বৃথা যাবে।”

তারেক রহমান বার্তায় বিশেষভাবে গুরুত্ব দেন দলীয় শৃঙ্খলা ও শুদ্ধির প্রশ্নে। তিনি বলেন, “ঐক্যই হবে আমাদের শক্তি। নেতৃত্বে শুদ্ধি আনতে হবে, দলের ভেতর যারা বিতর্কিত, জনবিচ্ছিন্ন বা শৃঙ্খলাভঙ্গ করে, তাদের সঙ্গে আপস করলে চলবে না।”

তিনি দলীয় কর্মসূচির মূল ভিত্তি হিসেবে ৩১ দফাকে উল্লেখ করেন। বলেন, “এই ৩১ দফা শুধু আমাদের রাজনীতির কর্মসূচি নয়, এটি দেশের মানুষের ন্যায্য অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।”

তারেক রহমানের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন বিএনপি নেতৃত্বাধীন আন্দোলনের গতি ও কাঠামো নিয়ে দলীয় ভেতরেই নানা আলোচনা চলছে। অভ্যন্তরীণ বিভাজন, শৃঙ্খলাভঙ্গ এবং দলে অনুপ্রবেশকারীদের নিয়ে ক্ষোভ বাড়ছে তৃণমূল ও মাঠপর্যায়ে।

এমন প্রেক্ষাপটে তারেক রহমানের বক্তব্য দলকে নতুনভাবে ঐক্যবদ্ধ করতে এবং নেতৃত্বের মধ্যে শুদ্ধি আনতে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে