ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

হাসিনাকন্যার ছুটি নিয়ে স্পষ্ট বার্তা প্রেস সচিবের 

২০২৫ জুলাই ১২ ১২:৪৪:৫৮
হাসিনাকন্যার ছুটি নিয়ে স্পষ্ট বার্তা প্রেস সচিবের 

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন,“প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তদন্ত চলায় সায়মা ওয়াজেদকে ছুটিতে পাঠানোর WHO-এর সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। এটি জবাবদিহিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তিনি আরও বলেন,“এই ইস্যুর একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যাতে পুতুলকে পদ থেকে অপসারণ করা হয়, সব সুযোগ-সুবিধা বাতিল করা হয় এবং WHO-এর মর্যাদা ও জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার হয়।”

ফেসবুক পোস্টের শেষ অংশে শফিকুল আলম উল্লেখ করেন,“স্বচ্ছতা, সততা এবং ন্যায়বিচারের এই দৃষ্টান্ত দেখে বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী সন্তুষ্ট।”

সম্প্রতি হেলথ পলিসি ওয়াচ-এর এক প্রতিবেদনে প্রকাশ পায়, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে পুতুলকে WHO-এর দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে