ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

সায়মা ওয়াজেদকে নিয়ে ডব্লিউএইচও’র বড় সিদ্ধান্ত

২০২৫ জুলাই ১২ ১০:২৫:২১
সায়মা ওয়াজেদকে নিয়ে ডব্লিউএইচও’র বড় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা।

চার মাস আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির অভিযোগে দুটি মামলা দায়ের করে। মামলার পর থেকে তাকে বিভিন্ন বিতর্কের মুখে পড়তে হয়, যার পরিণতিতে তাকে ছুটিতে পাঠানো হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

WHO-এর মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস এক অভ্যন্তরীণ ইমেইলে বিষয়টি নিশ্চিত করেন। ইমেইলে জানানো হয়, সায়মা ওয়াজেদ পুতুল ছুটিতে থাকবেন এবং তার স্থলে WHO-এর সহকারী মহাপরিচালক ক্যাথারিনা বোহেম দায়িত্ব পালন করবেন। আগামী ১৫ জুলাই তিনি নয়াদিল্লিতে WHO-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিসে কাজ শুরু করবেন।

২০২৪ সালের জানুয়ারিতে ডব্লিউএইচও'র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পান সায়মা ওয়াজেদ পুতুল। তবে তার এই নিয়োগ শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এ পদে বসেন।

হেলথ পলিসি ওয়াচ–এর এক প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতেই পুতুলের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। দুদকের মামলার অভিযোগ অনুযায়ী, তিনি তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে ভুয়া তথ্য দিয়েছেন। অভিযোগে বলা হয়, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘অনারারি পদে’ থাকার দাবি করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।

এছাড়াও, নিজের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ২.৮ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দুদকের মামলার প্রেক্ষিতে বাংলাদেশে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ফলে গত কয়েক মাস ধরে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছেন না বলেও জানা গেছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে