ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

সেনা সদরের চিঠি নিয়ে আইএসপিআরের জরুরি ব্যাখ্যা

২০২৫ জুলাই ১২ ১০:২২:১১
সেনা সদরের চিঠি নিয়ে আইএসপিআরের জরুরি ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: পুলিশের হাতে সেনা সদস্যদের হেনস্তা সংক্রান্ত একটি চিঠি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে আলোচনা ও ব্যাখ্যা ছড়িয়েছে, তা বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, সম্প্রতি সেনা সদরের একটি প্রশাসনিক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়। ওই চিঠিতে বিভিন্ন সময়ে বাংলাদেশ পুলিশের সঙ্গে সংঘটিত ঘটনাবলির পরিপ্রেক্ষিতে সেনা সদস্যদের হেনস্তার অভিযোগের একটি তালিকা প্রস্তুতের কথা উল্লেখ ছিল।

তবে আইএসপিআর স্পষ্ট করে জানায়, চিঠিটি ছিল কেবল একটি তথ্য আহ্বান, যা ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি—বিডিআর বিদ্রোহের পটভূমিতে গঠিত ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’-এর চাহিদার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছিল। তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পাঠানো হলেও, সম্ভাব্য ভুল ব্যাখ্যা ও অপ্রত্যাশিত প্রতিক্রিয়া এড়াতে সেনা সদর কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে চিঠির কার্যক্রম বাতিল করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে এই চিঠিকে বিকৃতভাবে উপস্থাপন করে সেনাবাহিনী ও পুলিশের মধ্যে বিভ্রান্তি ও অনাস্থা তৈরির চেষ্টা করছে।

আইএসপিআর দৃঢ়ভাবে উল্লেখ করে, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক শ্রদ্ধা ও পেশাদারিত্বের সঙ্গে একযোগে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ক অটুট থাকবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর বা উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে