ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫
Sharenews24

নম্বর যোগ না হওয়ায় ৬৩ শিক্ষার্থীই ফেল

২০২৫ জুলাই ১১ ১৪:৫৪:৩৬
নম্বর যোগ না হওয়ায় ৬৩ শিক্ষার্থীই ফেল

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় ব্যবহারিক নম্বর যোগ না হওয়ায় ৬৩ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

শুক্রবার (১১ জুলাই) সকালে ভুক্তভোগীরা জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। তারা এ ঘটনায় দ্রুত তদন্ত ও সমাধানের দাবি জানান।

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় হাসাদহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ৬৩ জন শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল বিভাগ থেকে অংশ নেন। ফল প্রকাশিত হয় গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই)। দেখা যায়, ‘টেড ইন্সট্রাকশন’ বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় সকল শিক্ষার্থী ফেল করেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবহারিক পরীক্ষার নম্বর বোর্ডে ঠিকমতো জমা না দেওয়ায় এমন ঘটনা ঘটেছে। অথচ তারা যথাসময়ে ব্যবহারিক খাতা জমা দিয়েছিলেন।

অর্ক নামে একজন শিক্ষার্থী বলেন, ‘সব বিষয়ে ভালো নম্বর পেয়েছি, তবু শুধু ব্যবহারিক নম্বরের অভাবে ফেল করেছি। এতে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে। এর দায় কার?’

আরেক শিক্ষার্থী মিম বলেন, ‘ব্যবহারিক নম্বর পরীক্ষা কেন্দ্র থেকেই পাঠানোর কথা। সেখানে যদি ভুল হয়, সেটা স্কুল ও শিক্ষকদের ব্যর্থতা। আমরা কেন এর শিকার হব?’

সিফাত নামের এক ছাত্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা সময়মতো সব খাতা জমা দিয়েছি। এখন বোর্ডে নম্বর নেই! এটা প্রশাসনিক গাফিলতি ছাড়া আর কিছু নয়।’

বিদ্যালয়ের ভোকেশনাল বিভাগের শিক্ষক তরিকুল ইসলাম জানান, ‘আমরা যথাসময়ে নম্বর পাঠিয়েছিলাম। কিন্তু বোর্ড তা পায়নি বলে জানিয়েছে। এটি একটি কারিগরি ত্রুটি। রোববার বোর্ড অফিসে গিয়ে সমাধান করার চেষ্টা করা হবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘৬৩ শিক্ষার্থীর ফলাফল স্থগিত হয়েছে ব্যবহারিক নম্বর না যোগ হওয়ায়। আমরা বিষয়টি ঢাকা বোর্ডে জানিয়েছি। দ্রুত সমাধানের আশ্বাসও পাওয়া গেছে।’

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অনেকেই বলছেন, একটি মাত্র কারিগরি ত্রুটিতে একটি পুরো ব্যাচের ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছে। কেউ কেউ এই ভুলের জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে