ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

সরকারি সম্বোধনে আসছে বড় পরিবর্তন

২০২৫ জুলাই ১০ ১৯:৫২:২৭
সরকারি সম্বোধনে আসছে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত নির্দেশনা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে বর্তমান সরকার।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সিদ্ধান্ত হয় যে, সম্মানসূচক সম্বোধন ও প্রটোকল নির্দেশিকা পর্যালোচনার জন্য দুই সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যরা হলেন:

মোহাম্মদ ফৌজুল কবির খান – উপদেষ্টা, জ্বালানি, সড়ক ও রেলপথ

সাঈদা রিজওয়ানা হাসান – উপদেষ্টা, পরিবেশ ও জলসম্পদ

কমিটিকে এক মাসের মধ্যে সংশোধিত প্রস্তাবনা উপস্থাপন করতে বলা হয়েছে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, শেখ হাসিনার নেতৃত্বাধীন আগের সরকার আমলে জারি হওয়া এক নির্দেশনায় সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বাধ্যবাধকতা ছিল, যা নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রয়োগ হতো। বিষয়টি সামাজিকভাবে সমালোচিত এবং অপ্রচলিত হওয়ায় সেটি এখন বাতিল করা হলো।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে