ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
Sharenews24

নিজের শারীরিক অবস্থা জানালেন কনটেন্ট ক্রিয়েটর রাকিব

২০২৫ জুলাই ১০ ১৭:২৫:১৬
নিজের শারীরিক অবস্থা জানালেন কনটেন্ট ক্রিয়েটর রাকিব

নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির পরিচালক ও কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এক ফেসবুক পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছিলেন রাকিব হাসানের সহকর্মী হাসান আলী।

প্যান ক্রিয়াটিসের চিকিৎসার জন্য খুলনায় আদ-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয় রাকিবকে। এখন অনেকটাই সুস্থ আছেন।বিষয়টি রাকিব নিজেই জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন।

রাকিব বলেন, আমি সর্বপ্রথম আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া দায় করছি। আলহামদুলিল্লাহ আল্লাহপাক আমাকে আগের চেয়ে ভালো রেখেছেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন।

তারা আমার জন্য বেশ দোয়া করেছেন, আমাকে নিয়ে চিন্তা করেছেন এবং আমার অনেক খোঁজখবর রেখেছেন। বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি খুলনার আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালের সব চিকিৎসক, স্টাফকে। যারা আমাকে সর্বোচ্চ সেবা দিয়েছেন।রাকিব বলেন, ‘স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি ফ্যামিলি এন্টারটেইনমেন্টের আমার যারা সহযোদ্ধা আছেন আমার সঙ্গে সার্বক্ষণিকভাবে এই হাসপাতালে অবস্থান করেছেন।

আপনারা জানেন আমার সঙ্গে একই সাথে ভর্তি হয়েছিল আমার ভাগ্নে সাকিব, ও এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। আপনারা ওর জন্য দোয়া করবেন। যেন আবার সুস্থ হয়ে আমরা কাজে ফিরতে পারি এবং আমাদের যে দায়িত্ববোধ আপনাদের প্রতি এ দায়িত্ব যেন আমরা পালন করতে পারি।’

হাসপাতালের একজন দায়িত্বশীল চিকিৎসক বলেন, “প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, দুজনেরই অন্ত্রে সংক্রমণ রয়েছে। আমরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।তারা কিছুটা স্থিতিশীল হলেও পুরোপুরি আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।”

রাকিব ও সাকিবের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে