ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ই-মেইলে জবানবন্দি দিলেন আ.লীগের পলাতক দুই নেতা

২০২৫ জুন ২৫ ১৫:২৭:১০
ই-মেইলে জবানবন্দি দিলেন আ.লীগের পলাতক দুই নেতা

নিজস্ব প্রতিবেদক: পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের পলাতক দুই নেতা ই-মেইলে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন এ-সংক্রান্ত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।

বুধবার (২৫ জুন) রাজধানীর সায়েন্স ল্যাবরেটরির বিআরআইসিএম নতুন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আ ল ম ফজলুর রহমান বলেন, আটজন সংশ্লিষ্ট রাজনীতিকের জবানবন্দি নেয়া হয়েছে। এর মধ্যে তিনজনের সাক্ষাৎকার জেলে নেয়া হয়েছে। তিনজন উপস্থিত হয়ে সাক্ষ্য দিয়েছেন। আর পলাতক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী মির্জা আজম ই-মেইলে জবানবন্দি দিয়েছেন।

তদন্তের অগ্রগতির বিষয়ে তিনি বলেন, পিলখানা হত্যাকাণ্ডে এরইমধ্যে ১৫৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বাকি ৫০ জনের সাক্ষ্য এখনও বাকি। এ ছাড়া শেখ হাসিনা, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, ফজলে নূর তাপস, শেখ সেলিমসহ ১৪ জনকে সাক্ষ্য দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।কমিশন প্রধান বলেন, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ঘটনার কারণ ভিন্ন খাতে নেয়ার জন্য চাল-ডাল কর্মসূচি, জঙ্গিবাদের সংশ্লিষ্টতা এবং মাদ্রাসায় পড়াশোনা শেষ করা জনবল নিয়োগ দেয়া হয়েছে বলে প্রচার করা হয়।

সাক্ষ্যগ্রহণ এবং কিছু বিদেশি ও সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ বাকি থাকায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন সভাপতি আ ল ম ফজলুর রহমান।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে