ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এবার এনসিপির হাতে শাপলা প্রতীক 

২০২৫ জুন ২২ ২০:১৮:১৮
এবার এনসিপির হাতে শাপলা প্রতীক 

নিজস্ব প্রতিবেদক: সকল শর্ত পূরণ করেই নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবেদন করেছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২২ জুন) সন্ধ্যায় আবেদন শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জনগণের মার্কা হিসেবে শাপলা পাবে এনসিপি। তিনি আরও জানেন, প্রবাসীরা যাতে ভোট দিতে পারেন সেজন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়েছে এনসিপি।

এর আগে বিকেলে নির্বাচন কমিশনে দলের নিবন্ধন চেয়ে আবেদন করে এনসিপি। আবেদনে তারা কলম, মোবাইল এবং শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে চেয়েছে। এসময় আখতার হোসেন ও সারজিস আলমসহ নেতারা সঙ্গে ছিলেন।

এর আগে আজ শেষ দিনে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জনতার দল, জনতার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টিসহ বেশ কয়েকটি দল।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে