ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ইসির উপর ভরসা নেই, তবুও প্রতীক চেয়ে আবেদন এনসিপির

২০২৫ জুন ২২ ১৭:৪১:৩৬
ইসির উপর ভরসা নেই, তবুও প্রতীক চেয়ে আবেদন এনসিপির

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছে। রোববার (২২ জুন) বিকেলে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এ আবেদন জমা দেয়।

এ সময় দলটি নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল চেয়ে আবেদন করেছে।

আবেদনের আগে নির্বাচন ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন,“নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত আমাদের পক্ষ থেকে পূরণ করা হয়েছে। কাগজপত্র এতটাই বেশি যে ট্রাকে করে নিয়ে আসতে হয়েছে। প্রতিনিধি দল এখন সেগুলো জমা দেবে।”

তিনি আরও জানান, আবেদন জমার পর দলীয় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন এবং পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান তুলে ধরা হবে।

নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী, একটি নতুন দলকে নিবন্ধনের জন্য নিম্নলিখিত নথি ও শর্ত পূরণ করতে হয়:

কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের কার্যকর কমিটি

জেলা ও উপজেলা পর্যায়ে নির্দিষ্টসংখ্যক সদস্য

গঠনতন্ত্র ও নির্বাচনি ইশতেহার (যদি থাকে)

ব্যাংক হিসাব ও আর্থিক বিবরণী

সংগঠনের নাম, প্রতীক, উদ্দেশ্যসহ বিস্তারিত বিবরণ

এনসিপি দাবি করেছে, তারা এসব শর্ত পূরণ করেই আবেদন করেছে।

ইসি পুনর্গঠনের দাবি ও রাজনৈতিক অবস্থান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কিছু শর্ত তুলে ধরেছে এনসিপি। দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, তারা বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) গঠন, আচরণ ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর আপত্তি রাখেন। এমনকি এই কমিশনের অধীনে নির্বাচনে না যাওয়ারও ঘোষণা এসেছে দলটির পক্ষ থেকে।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এনসিপি তাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকেও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা বর্তমান ইসির অধীনে নির্বাচনে অংশ নেবে না।

এছাড়া মৌলিক সংস্কার, বিচার, ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছে।

জামায়াতে ইসলামী এনসিপির সঙ্গে পুরোপুরি একমত না হলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।বিএনপি এনসিপির কমিশন পুনর্গঠনের দাবিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে।

নির্বাচন কমিশন (ইসি) বলছে, তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে, এবং ইসি পুনর্গঠনের দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন বলেন,“এই নির্বাচন কমিশন একটি দলের প্রতি আজ্ঞাবহ। তাদের ওপর জনগণের আস্থা নেই। কমিশন নিয়ে প্রধান বিচারপতিও অসন্তোষ প্রকাশ করেছেন। তারা আগের সরকারের সময়কার কমিশনের মতোই আচরণ করছে।”

তিনি আরও বলেন,“বর্তমান কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এজন্য নির্বাচন কমিশন আইন পরিবর্তন করে সর্বদলীয় ঐকমত্যের ভিত্তিতে নতুন কমিশন গঠন করতে হবে। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনে যাব।”

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে