ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
Sharenews24

এক মাসেই গুমকারীদের জন্য দুঃসংবাদ

২০২৫ জুন ১৬ ১২:০৩:০৫
এক মাসেই গুমকারীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যেই দেশে গুমবিরোধী আইন প্রণয়ন করা হবে। এই আইনের অধীনেই গঠন করা হবে একটি স্থায়ী ‘গুম তদন্ত কমিশন’, যা গুম সংক্রান্ত ঘটনাগুলো তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করবে।

সোমবার (১৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন,“এই আইনটির মাধ্যমে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সুবিচার নিশ্চিত করা হবে। সেইসঙ্গে, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেটিও লক্ষ্য রাখা হবে।”

তিনি আরও জানান, গুমের শিকার ব্যক্তিদের জন্য ‘মিসিং সার্টিফিকেট’ দেওয়ার আইনি কাঠামো তৈরির বিষয়েও সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। এটি বাস্তবায়িত হলে নিখোঁজদের পরিবার নাগরিক সুবিধা পেতে সহায়তা পাবে।

গঠিত কমিশনটি গুমের অভিযোগ গ্রহণ, তদন্ত, প্রতিবেদন প্রস্তুত এবং অপরাধীদের বিরুদ্ধে সুপারিশসহ বিভিন্ন দায়িত্ব পালন করবে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য, ভুক্তভোগী পরিবার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এর কাঠামো নির্ধারণ করা হবে বলে সূত্রে জানা গেছে।

গত কয়েক বছরে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশে গুম এবং বলপূর্বক নিখোঁজের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনি পদক্ষেপের দাবিতে দেশ-বিদেশে সমালোচনা চলছিল। এই বাস্তবতায় সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

“এই আইন কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটা মানবাধিকার ও আইনের শাসনের অঙ্গীকার” — বলেন আসিফ নজরুল।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে