ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

‘স্যার আপনাকে ৫ বছর চাই’

২০২৫ জুন ০৭ ১৩:০৬:৪০
‘স্যার আপনাকে ৫ বছর চাই’

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে আরও পাঁচ বছর ক্ষমতায় দেখতে চেয়ে স্লোগান উঠেছে।

আজ শনিবার (০৭ জুন) ঈদুল আজহার নামাজ শেষে জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে শুভেচ্ছা বিনিময়কালে জনতার মধ্য থেকে তাঁকে উদ্দেশ করে বলতে শোনা যায়, "স্যার আপনাকে ৫ বছর চাই।"

গত ৮ আগস্ট ড. ইউনূসসহ ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেই রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ চলছে। এর আগে গত ১৮ এপ্রিল ড. ইউনূস সরকারের মেয়াদ পাঁচ বছর করার দাবিতে একদল যুবক রাজু ভাস্কর্যের সামনে অনশন করেন।

এমনকি গত ১২ এপ্রিল পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া একটি চিরকুটেও একই আকুতির কথা লেখা ছিল – "ড. ইউনূস স্যারকে আরও ৫ বছর চায় সাধারণ জনগণ। আল্লাহ তুমি সহজ করে দাও।" এই চিরকুটটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়।

আজ শনিবার হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সামনের কাতারে বসে নামাজ আদায় করেন এবং খুতবার পর মোনাজাতেও অংশ নেন।

মোনাজাত শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক প্রধান উপদেষ্টার সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে ড. ইউনূস তিন উপদেষ্টার সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর প্রধান উপদেষ্টা উপস্থিত সবাইকে ঈদ মোবারক জানান এবং সালাম দিয়ে বলেন, "সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম। সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এ পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।"

এই কথা বলার পর তিনি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে ময়দান ত্যাগ করেন। এ সময় উপস্থিত জনতার পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয় এবং জনতার মধ্য থেকে পুনরায় স্লোগান শোনা যায়, "স্যার আপনাকে ৫ বছর চাই।"

জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এই প্রধান জামাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান, ওয়াহিদউদ্দিন মাহমুদ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সহ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, বিচারপতি এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক নামাজের পর খুতবা ও মোনাজাত পরিচালনা করেন।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে