ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
Sharenews24

জিএম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য ও ডাকাতির মামলা

২০২৫ মে ২৫ ০৫:৫৯:০৭
জিএম কাদেরের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য ও ডাকাতির মামলা

নিজস্ব প্রতিবেদক: মনোনয়ন বাণিজ্য, চাঁদাবাজি ও ডাকাতির অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৪ মে) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানবাধিকারকর্মী নাজমিন সুলতানা তুলি। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি পরবর্তী আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।

মামলার আসামিদের মধ্যে আরও রয়েছেন—জাপার অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম, কেন্দ্রীয় সদস্য নেওয়াজ আলী ভূঁইয়া, জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদের, গোয়েন্দা পুলিশের সাবেক ডিসি আকরাম, সাবেক এডিসি নাজমুল, এসআই পবিত্র সরকার ও ঢাকা মহানগর উত্তর জাপার সদস্য মো. সাঈদুল ইসলাম।

মামলার অভিযোগপত্রে বলা হয়, জিএম কাদেরের প্রত্যক্ষ মদদে মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হন অন্যান্য আসামিরা। বাদী নাজমিন সুলতানার দাবি, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নরসিংদী-৪ আসনের মনোনয়ন দেওয়ার কথা বলে তার কাছে ৫০ লাখ টাকা দাবি করা হয়। তিনি এতে রাজি না হওয়ায় দলের অভ্যন্তরে প্রতিবাদ করেন, যার ফলে কোন্দল সৃষ্টি হয়।

অভিযোগে আরও বলা হয়, এরপর প্রতিশোধমূলকভাবে ২০২৩ সালের ১০ অক্টোবর রাতে পুলিশ ও অজ্ঞাতনামা ৪০-৫০ জন নিয়ে বাদীর বাসায় হামলা চালানো হয়। এ সময় দরজা ভেঙে প্রবেশ করে তারা ৭ ভরি স্বর্ণালঙ্কার, ৩ লাখ ৬৫ হাজার টাকা, গুরুত্বপূর্ণ নথিপত্র, মোবাইল ও ল্যাপটপসহ মালামাল লুট করে। পরবর্তীতে বিষয়টি প্রকাশ করতে চাইলে বাদী প্রাণনাশের হুমকিও পান।

গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে নাজমিন সুলতানা বলেন, “আমি দীর্ঘদিন ধরে রাজনৈতিক নিপীড়নের শিকার। দলীয় মনোনয়নের নামে অর্থ দাবির পাশাপাশি আমাকে হয়রানি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। আমি এই অন্যায়ের বিরুদ্ধে বিচার চাই।”

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে