ঢাকা, বুধবার, ২১ মে ২০২৫
Sharenews24

বাজারের গতি ফেরাতে বড় ভূমিকা রাখছে সেরা কোম্পানির শেয়ার

২০২৫ মে ২১ ২২:১০:৪৪
বাজারের গতি ফেরাতে বড় ভূমিকা রাখছে সেরা কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: আজ বৃধবার ( ২১ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮০১.৩২ পয়েন্টে। একইসঙ্গে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটি ৫৮ লাখ ২২ হাজার টাকায়।

আজ লেনদেন বৃদ্ধির পেছনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারগুলোর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ধারাবাহিকভাবে লেনদেন বাড়াতে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলো সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আজ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টিই ছিল ‘এ’ শ্রেণির শেয়ার।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ারে, যার পরিমাণ ১৮ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকা। দিনের শেষে ব্যাংকটির প্রতিটি শেয়ার ৫৩ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়।

এরপর দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয় ওরিয়ন ইনফিউশনের শেয়ারে, যার মোট লেনদেন ১৭ কোটি ৯২ লাখ ৪২ হাজার টাকা এবং শেয়ারের দর ছিল ৩৭৪ টাকা ৮০ পয়সা।

তৃতীয় অবস্থানে থাকা বীচ হ্যাচারির লেনদেন হয় ১২ কোটি ৯২ লাখ ৩ হাজার টাকার, যেখানে প্রতিটি শেয়ারের দর ছিল ৪৭ টাকা।

এছাড়াও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১০ কোটি ৩৬ লাখ ৫৫ হাজার টাকা, সিটি ব্যাংকের ৮ কোটি ৭৩ লাখ ৫৪ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৬ কোটি ৮২ লাখ ৬২ হাজার টাকা এবং এনআরবি ব্যাংকের ৪ কোটি ৯১ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে