ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

মুনাফায় খাদ্য খাতের দুই কোম্পানির উল্লম্ফন

২০২৫ মে ১১ ২৩:০৮:৩৭
মুনাফায় খাদ্য খাতের দুই কোম্পানির উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘকাল মন্দার কবলে থাকা শেয়ারবাজারে যখন অধিকাংশ কোম্পানির মুনাফা কমার খবর আসছে, তখন ভিন্নধর্মী চিত্র তুলে ধরেছে খাদ্য খাতের দুই কোম্পানি—বীচ হ্যাচারি ও ফাইন ফুড লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে পাওয়া সর্বশেষ প্রান্তিক প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের তুলনায় এই দুই কোম্পানির মুনাফায় এসেছে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি।

বাজার বিশ্লেষকদের মতে, এই ইতিবাচক ফলাফল বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে। তবে তারা বলেছেন, দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ধরে রাখতে হলে কোম্পানিগুলোর করপোরেট গভর্ন্যান্স জোরদার, ব্যয় নিয়ন্ত্রণ এবং বাজার সম্প্রসারণে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিনিয়োগকারীদের অনেকেই মনে করছেন, যখন অধিকাংশ খাতেই দুর্বল পারফরম্যান্স লক্ষ্য করা যাচ্ছে, তখন এই ধরনের মুনাফা প্রবৃদ্ধি কিছুটা হলেও স্বস্তি ও আশাবাদ জোগাচ্ছে বাজারে।

বীচ হ্যাচারি

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৬০ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২৪ থেকে মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৯২ পয়সা।

ফাইন ফুডস

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৮ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৪ হতে মার্চ’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৭ পয়সা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে