ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫
Sharenews24

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ যা বলছে ইন্ডিয়ান এক্সপ্রেস

২০২৫ মে ১১ ২০:৫৭:৫৯
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ যা বলছে ইন্ডিয়ান এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস শনিবার রাতে প্রতিবেদনে জানিয়েছে, ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগকে অবশেষে নিষিদ্ধ বলে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। শনিবার এক প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, সন্ত্রাসবিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা বাংলাদেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য নেওয়া হয়েছে। আরও বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ বিষয়ে ড. ইউনূসের কার্যালয় সূত্রে জানা গেছে পরবর্তী কর্মদিবসে সরকারি গেজেট প্রকাশ করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এবং ছাত্রদের নেতৃত্বে ইউনূসের সরকারি বাসভবনের সামনে আয়োজিত অবস্থান বিক্ষোভের পরই এই সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

এছাড়া, ২০২৪ সালের ৫ আগস্টের ব্যাপক ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করতে বাধ্য হন। ৮ আগস্ট ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে আওয়ামী লীগের বহু নেতা জেলবন্দি অথবা আত্মগোপন করে রয়েছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই নিষেধাজ্ঞা দেশের নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জরুরি ছিল।

এছাড়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করেও অনুমোদন দেওয়া হয়েছে যার ফলে এখন ট্রাইব্যুনাল রাজনৈতিক দল বা তার সহযোগী সংগঠনকে সরাসরি শাস্তির আওতায় আনতে পারবে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে