ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

১০৭ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার

২০২৫ মে ০৮ ১১:১১:১৭
১০৭ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় ৭ মে, ২০২৫ তারিখে ইমিগ্রেশন বিভাগের পরিচালিত টার্গেটেড স্ট্রাইক অভিযানে ১০৭ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ১৫৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। কুয়ালালামপুরের জালান কুচিং এলাকার একটি কনডোমিনিয়াম নির্মাণস্থলে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে ২০০ বিদেশি শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করা হয়।

এর মধ্যে ৬০ জনকে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪১ জন বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ান, মিয়ানমার এবং ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। পরবর্তী পদক্ষেপ নিতে তাদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এছাড়া, একই দিনে পেরাক রাজ্যের ইপোহ এলাকার বার্চামের একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে ৯২ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৯২ জন বিদেশির মধ্যে ৬৬ জন বাংলাদেশি, ৯ জন নেপালি, ৪ জন মিয়ানমার, ১২ জন ইন্দোনেশিয়ান এবং ১ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের ইপোহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানিয়েছেন, সপ্তাহব্যাপী গোয়েন্দা তদন্তের পর এই অভিযান পরিচালিত হয়েছে। কনডোমিনিয়াম প্রকল্পের মালিক অবৈধ শ্রমিক নিয়োগ দিয়েছিলেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে। অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে