ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫
Sharenews24

বাংলাদেশকে শর্ত দিল যুক্তরাষ্ট্র

২০২৫ মে ০৩ ১৪:০৯:৩৭
বাংলাদেশকে শর্ত দিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ছাড় পেতে হলে আরও বেশি মার্কিন তুলা আমদানি করতে হবে—এমন শর্ত দিয়েছে ওয়াশিংটন। সম্প্রতি হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে এই বার্তা দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

এই বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তার সঙ্গে বসেন এবং দ্রুতই ওই তুলা আমদানির শর্তে সম্মত হন।

বিষয়টি ফাঁস করেছেন মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর কলামিস্ট ম্যাট বাই। তার কলামে বলা হয়, বৈঠক শেষে খলিলুর রহমানকে পাশের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন ইলন মাস্ক—বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও স্টারলিংকের প্রতিষ্ঠাতা।

মাস্ক খলিলুর রহমানের সঙ্গে স্টারলিংক ও বাংলাদেশের টেলিকম নিয়ন্ত্রকদের সঙ্গে চলমান আলোচনা নিয়ে কথা বলেন। স্থানীয় টেলিকম কোম্পানিগুলোর বাধার মুখে পড়লেও স্টারলিংককে দেশের বাজারে প্রবেশ করতে দিতে আগ্রহী নতুন সরকার।

বাংলাদেশ সরকার জানায়, মাস্ক ও স্টারলিংকের নির্বাহী রিচার্ড গ্রিফিথস-এর সঙ্গে ৯০ মিনিটের ভিডিও কলে আলোচনা হয়েছে। এই বৈঠকে মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম X-এ ইউনূস লেখেন, “ইলনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমরা একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।”

প্রতিবেদনে আরও বলা হয়, রোহিঙ্গা ইস্যুর দূত হিসেবে যাত্রা শুরু করলেও খলিলুর রহমান বর্তমানে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা’ হিসেবে কাজ করছেন। যদিও এ পদটি বাংলাদেশের সংবিধান বা রাষ্ট্রীয় কাঠামোতে আগে কখনো দেখা যায়নি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সাম্প্রতিক বাংলাদেশ সফরেও তার ভূমিকা ছিল বলেও জানা গেছে।

ম্যাট বাইয়ের কলামে উল্লেখ রয়েছে, এই বৈঠকের রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে। তিনি দাবি করেন, ভারতের একাধিক সংস্থা এবং সাবেক মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গাবার্ড অভিযোগ তুলেছেন যে, বাংলাদেশে ইসলামপন্থী গোষ্ঠীগুলোকে নতুন সরকার আশ্রয় দিচ্ছে এবং সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়ন চলছে।

তবে বাংলাদেশ সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলছে, স্টারলিংক হচ্ছে এক ধরনের ‘ইন্টারনেট সুরক্ষা’ ব্যবস্থা, যা আগের সরকারের মতো বিক্ষোভ দমনে ইন্টারনেট ব্লক করার চর্চা থেকে সরে আসার প্রতীক।

সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) স্টারলিংককে দশ বছরের জন্য লাইসেন্স দিয়েছে। এর ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার পথ খুলে গেছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে