ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

খাদ্য খাতে ৮ কোম্পানির শেয়ার দর বছরের সর্বনিম্নে

২০২৫ মে ০৮ ০৬:০৯:৫০
খাদ্য খাতে ৮ কোম্পানির শেয়ার দর বছরের সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের আস্থার সংকট ও বাজারে টানা দরপতনের ধাক্কা লেগেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারেও। দেশের শেয়ারবাজারে চলমান দরপতনের মধ্যে এখাতের ৮টি শেয়ার ৫২ সপ্তাহ বা এক বছরের মধ্যে সর্বনিম্ন দামে লেনদেন হচ্ছে।

স্টকনাও-এর তথ্য অনুযায়ী, বুধবার (৭ মে) যেসব কোম্পানির শেয়ারের দর সর্বনিম্ন অবস্থানে নেমেছে, সেগুলো হলো—অ্যাপেক্স ফুড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বীচ হ্যাচারি, জেমিনি সি ফুড, মেঘনা কনডেন্স মিল্ক, মেঘনা পেট, ন্যাশনাল টি কোম্পানি ও রহিমা ফুড।

শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, বাজারে দীর্ঘদিন ধরে চলা অনিশ্চয়তা, ভূরাজনৈতিক টানাপড়েন এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতি বিনিয়োগকারীদের অসন্তুষ্টি বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে প্রায় প্রতিদিনই বড় পরিসরে শেয়ার বিক্রির চাপ সৃষ্টি হচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় অনেকেই লোকসানে শেয়ার বিক্রি করে বাজার থেকে বেরিয়ে যাচ্ছেন।

একজন সিনিয়র বাজার বিশ্লেষক বলেন, বর্তমানে বাজারে বিনিয়োগকারীদের কোনো দিকনির্দেশনা নেই। তার ওপর নীতিনির্ধারকদের একাধিক বিব্রতকর সিদ্ধান্ত এবং বাস্তবায়নে অস্পষ্টতা বিনিয়োগকারীদের আস্থা আরও দুর্বল করে তুলেছে।

এ পর্যায়ে আগামী ১১ মে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শেয়ারবাজারের বর্তমান সংকট উত্তরণে সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের নিয়ে বৈঠকে বসছেন। আশা করা যাচ্ছে, ওই বৈঠক থেকে বাজারের স্থিতিশীলতা ফেরাতে প্রয়োজনীয় নির্দেশনা আসবে।

সর্বশেষ তথ্য অনুযায়ি, গতকাল বুধবার সর্বশেষ লেনদেন অনুযায়ি অ্যাপেক্স ফুডের ক্লোজিং দর হয়েছে ১৮০ টাকা ৩০ পয়সা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩০৬ টাকা ৮০ পয়সা , বীচ হ্যাচারির ৫০ টাকা ৯০ পয়সা, জেমিনি সি ফুডের ১০৯ টাকা ৯০ পয়সা, মেঘনা কনডেন্স মিল্কের ২২ টাকা, মেঘনা পেটের ২১ টাকা্ ২০ পয়সা, ন্যাশনাল টি কোম্পানির ১৫১ টাকা এবং রহিমা ফুডের ৬৬ টাকা ৭০ পয়সা।

কোম্পানিগুলোর মধ্যে বীচ হ্যাচারির শেয়ার দাম গতকাল বুধবারও সর্বোচ্চ পতন নিয়ে ক্রেতা সংকটে থেকেছে। আগের দিন মঙ্গলবার লেনদেনের প্রথম ভাগে শেয়ারটি ৬৬ টাকায় লেনদেন হলেও শেষ ভাগে সর্বোচ্চ পতন নিয়ে ৫৬ টাকা ৫০ পয়সায় ক্রেতাশুন্য থেকেছে। পরের দিন বুধবারও সর্বোচ্চ পতন নিয়ে ক্রেতাশুন্য থাকে। এটি শেয়ারটির গত এক বছরের মধ্যে সর্বনিম্ন দর।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে