ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সতর্ক করলেন পিনাকী ভট্টাচার্য

২০২৫ মে ০২ ১৫:১৭:১১
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের সতর্ক করলেন পিনাকী ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে এখনই গভীর ও কার্যকর সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

শুক্রবার (২ মে) রাতে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “বাংলাদেশের শেয়ারবাজারে সিরিয়াস রকমের সংস্কার দরকার। কয়েকদিন পরপর বিনিয়োগকারীরা সর্বস্ব হারাচ্ছেন, এটা চলতে দেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “দেশের অর্থনীতির একটি প্রধান ভিত্তি হওয়া উচিত শেয়ারবাজার, অথচ এটি এখন ‘অর্থনৈতিক কৃষ্ণগহ্বর’—যেখানে টাকা ঢোকে, কিন্তু আর ফেরে না।”

বিনিয়োগকারীদের উদ্দেশ্যে পিনাকী ভট্টাচার্য পরামর্শ দেন, “নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগ করবেন না। শেয়ারবাজার অত্যন্ত জটিল একটি ক্ষেত্র। ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি সার্ভিস গ্রহণ করুন। সম্ভব হলে পোর্টফোলিও ম্যানেজারের সাহায্য নিন, যাতে আপনার বিনিয়োগ নিরাপদ থাকে।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শেয়ারবাজারকে স্থিতিশীল করতে হলে এখনই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া প্রয়োজন। দরকার হলে আমি নিজেই আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে সরকারকে সংযুক্ত করে দিতে পারি।”

পিনাকীর ভাষায়, “এই শেয়ারবাজার যদি ঠিক না করা হয়, আমাদের অর্থনীতি 'জয় বাংলা' হতে সময় নেবে না। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না—এখনই থামাতে হবে।”

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে