ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫
Sharenews24

রাজশাহীর আমের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ

২০২৫ মে ০৭ ১৯:২৩:২১
রাজশাহীর আমের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ১৫ মে থেকে শুরু হচ্ছে আমের মৌসুম। ওই দিন থেকে সব ধরনের গুটি আম নামিয়ে বাজারজাত করতে পারবেন চাষিরা। বুধবার (৭ মে) রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জেলার ২০২৫ সালের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়। বৈঠকে জেলা প্রশাসক আফিয়া আখতার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা, ইউএনও এবং স্থানীয় আমচাষিরা উপস্থিত ছিলেন।

ঘোষিত সময়সূচি অনুযায়ী:

১৫ মে: গুটি জাতের আম

২০ মে: গোপালভোগ

২৫ মে: রানীপছন্দ ও লক্ষণভোগ

৩০ মে: হিমসাগর (খিরসাপাত)

১০ জুন: ল্যাংড়া ও ব্যানানা ম্যাঙ্গো

১৫ জুন: আমরুপালি ও ফজলি

৫ জুলাই: বারি-৪

১০ জুলাই: আশ্বিনা

১৫ জুলাই: গৌড়মতি

সারা বছর: বারোমাসি জাতের কাটিমন ও বারি-১১

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, কেউ যাতে অপরিপক্ব আম নামাতে না পারে বা কেমিকেল দিয়ে পাকাতে না পারে— সেই লক্ষ্যে প্রশাসন কঠোর থাকবে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে আগাম পেকে গেলে স্থানীয় ইউএনও'র অনুমতি নিয়ে আম সংগ্রহের সুযোগ থাকবে।

কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর রাজশাহীতে ১৯ হাজার ৬০৩ হেক্টর জমিতে আম চাষ হয়েছে এবং এতে প্রায় ২ লাখ ৬০ হাজার টন আম উৎপাদনের আশা করা হচ্ছে, যার বাজার মূল্য হতে পারে ১,৬৯৬ কোটি টাকা। গত দুই বছরের তুলনায় এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আমের বাজারও থাকবে স্থিতিশীল।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে