ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

হতাশার বাজারে বিদ্যুৎ খাতে আস্থার দুই শেয়ার

২০২৫ মে ০৭ ১৯:৩১:০০
হতাশার বাজারে বিদ্যুৎ খাতে আস্থার দুই শেয়ার

নিজস্ব প্রতিবেদক: টানা দুই কর্মদিবস ধরে দেশের শেয়ারবাজারে ব্যাপক দরপতন চলছে। বিশেষ করে আজ বুধবার (০৭ মে) ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বাজারে সৃষ্টি হয় চরম অস্থিরতা। আতঙ্কিত বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপের ফলে সূচকে বড় ধস নামে।

তবে এই নেতিবাচক বাজার পরিস্থিতির মধ্যেও ব্যতিক্রম হয়ে উঠে এসেছে বিদ্যুৎ খাতের দুটি কোম্পানি—বারাকা পতেঙ্গা পাওয়ার ও বারাকা পাওয়ার। বাজারের প্রায় সর্বত্র যখন দরপতনের স্রোত, তখন উল্টো ইতিবাচক প্রবণতার পথে হেঁটেছে এই দুই শেয়ার।

বিক্রেতা সংকটে বারাকা পতেঙ্গা

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজকের দাম বৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় ছিল বারাকা পতেঙ্গা পাওয়ার এবং বারাকা পাওয়ার। এর মধ্যে বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ার লেনদেনের শুরু থেকেই বিক্রেতা সংকটে পড়েছে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিক্রি করতে চায়নি শেয়ারটি। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ৮০ পয়সায়। শেয়ারটির দাম গত ৩০ এপ্রিল ছিল ১০ টাকা ২০ পয়সায়। অর্থাৎ চার কার্যদিবসে শেয়ারদর বেড়েছে ৪ টাকা ৬০ পয়সা বা প্রায় ৪৫ শতাংশ।

এছাড়া চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৫) বারাকা পতেঙ্গা পাওয়ারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৭ পয়সায়। যা আগের বছর একই সময়ে ছিল ৪৭ পয়সা। যদিও ৯ মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৭৪ পয়সায়। যা আগের বছরের তুলনায় কিছুটা কম। আগের বছর ৯ মাসে ইপিএস ছিল ৮৭ পয়সা।

বারাকা পাওয়ারও ঊর্ধ্বমুখী ধারায়

অন্যদিকে, বারাকা পাওয়ারের শেয়ার আজ ৩.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৭০ পয়সায়। ৩০ এপ্রিল এই শেয়ারের দর ছিল ৯ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ চার কার্যদিবসে বেড়েছে ৩ টাকা ৪০ পয়সা বা ৩৬ শতাংশের বেশি।

তবে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছে। জানুয়ারি-মার্চ ২০২৫ প্রান্তিকে বারাকা পাওয়ারের ইপিএস দাঁড়িয়েছে ২৬ পয়সায়। যা আগের বছর একই সময়ে ছিল ৪৭ পয়সা। নয় মাসে (জুলাই’২৪-মার্চ’২৫) ইপিএস হয়েছে ২৯ পয়সা। যেখানে গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৯ পয়সা।

বিশ্লেষকদের মতে, সহযোগী প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গার শক্তিশালী পারফরম্যান্সের ইতিবাচক প্রভাবই বারাকা পাওয়ারের শেয়ারদরে উর্ধ্বমুখিতা এনেছে। এক সময়ের অন্যতম দাপটের এই দুই শেয়ার দীর্ঘদিন যাবত তলানিতে এসে লেনদেন হচ্ছিল।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে