ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের সংকট উত্তরণে সিএসই ও আনিসুজ্জামানের বৈঠক

২০২৫ মে ০৭ ২১:৫০:১৭
শেয়ারবাজারের সংকট উত্তরণে সিএসই ও আনিসুজ্জামানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের বর্তমান সংকট উত্তরণ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদায়) ড. আনিসুজ্জামান চৌধুরীর সঙ্গে।

আজ বুধবার (০৭ মে) সিএসইর চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন সিএসই বোর্ড, ব্যবস্থাপনা ও লিডিং ট্রেকহোল্ডাররা।

বৈঠকে বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর ও ফারজানা লালারুখ, সিএসই চেয়ারম্যান এ.কে.এম হাবিবুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্যরা এবং ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার উপস্থিত ছিলেন।

ড. আনিসুজ্জামান বলেন, শেয়ারবাজারে অতীতের অভিজ্ঞতা ও সংশ্লিষ্টদের মতামত বিশ্লেষণ করে নতুন আইন-কানুন প্রণয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আলোচনায় উত্থাপিত প্রস্তাবসমূহ:

* কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য রেগুলেশন দ্রুত অনুমোদন।

* দুর্বল ও নিষ্ক্রিয় তালিকাভুক্ত কোম্পানি পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা।

* বিনিয়োগকারীদের আবেদন সরাসরি বিএসইসিতে না পাঠিয়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রহণ।

* বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির উদ্যোগ।

* ডিভিডেন্ড ঘোষণায় অনিয়ম প্রতিরোধ।

* নতুন পণ্য (বন্ড, সঞ্চয়পত্র) চালু করে বাজারে বৈচিত্র্য আনা।

* সিএসইর জন্য বিশেষায়িত প্রোডাক্ট অনুমোদন।

* ট্রেকহোল্ডারদের সক্রিয় করতে সুযোগ ও ব্যবসা সম্প্রসারণ।

* 'বাই-ব্যাক' আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন।

* সিএসই ব্রোকারস অ্যাসোসিয়নকে শক্তিশালী করা।

সিএসই চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, সকল সুপারিশ ও দাবি বিবেচনায় নিয়ে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি কমোডিটি এক্সচেঞ্জ চালুর নির্দেশনা দ্রুত প্রদানের আহ্বান জানান।

সিএসই ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার জানান, সিএসই ইতোমধ্যে কমোডিটি এক্সচেঞ্জ চালুর সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া প্রযুক্তিগত সম্প্রসারণ, স্বয়ংক্রিয় ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম, শরীয়াহ মার্কেটসহ বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ চলছে।

পরিচালক আখতার পারভেজ মিউচুয়াল ফান্ড খাতের চ্যালেঞ্জ এবং নাসির উদ্দিন চৌধুরী ট্যাক্স ব্যবধান কমানো ও অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে নীতিগত ছাড় দেওয়ার প্রস্তাব তুলে ধরেন।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে