ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে বড় ধস, সাড়ে ৪ বছর আগের অবস্থানে সূচক

২০২৫ মে ০৭ ১৫:৪২:৫১
শেয়ারবাজারে বড় ধস, সাড়ে ৪ বছর আগের অবস্থানে সূচক

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (০৭ মে) দেশের শেয়ারবাজারে বড় ধস নেমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক লাফে ১৪৯ পয়েন্টের বেশি কমে গিয়ে নেমেছে ৪ হাজার ৮০২ পয়েন্টে—যা গত সাড়ে ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২০ সালের ১২ অক্টোবর ডিএসইর প্রধান সূচক ছিল ৪ হাজার ৮০৯ পয়েন্ট।

বাজার বিশ্লেষকরা বলছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ এবং বর্তমান কমিশনের প্রতি বিনিয়োগকারীদের অনাস্থা এই ধসের অন্যতম কারণ। দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং যুদ্ধের ধামামা পরিস্থিতিকে আরও গভীরতর করে তুলেছে।

এদিন ডিএসইতে দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় মাত্র ৫টি কোম্পানির শেয়ার দেখানো হয়েছে। যদিও এদিন দাম বৃদ্ধিতে ৯টি কোম্পানি ছিল। জেড ক্যাটাগরির ৪টি কোম্পানিকে দাম বৃদ্ধির তালিকা থেকে বাদ দেওয়ায় তালিকায় ৫টি কোম্পানির নাম দেখা গেছে। বাকি ৩৮৫টি প্রতিষ্ঠানের দামই কমেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থার সংকট, ভূরাজনৈতিক উত্তেজনা এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন—সব মিলিয়ে দেশের শেয়ারবাজার বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। আজকের বড় পতন তার একটি প্রতিচ্ছবি। বাজারকে স্থিতিশীল করতে হলে এখনই জরুরি ভিত্তিতে বিনিয়োগবান্ধব ও স্বচ্ছ পদক্ষেপ নেওয়া দরকার।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে