ঢাকা, শুক্রবার, ২ মে ২০২৫
Sharenews24

এক শাখার দুর্নীতিতেই ডুবেছে ইসলামী ব্যাংক

২০২৫ মে ০১ ২৩:০০:১৬
এক শাখার দুর্নীতিতেই ডুবেছে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামভিত্তিক শিল্প গ্রুপ এস আলম সংশ্লিষ্ট ১৭টি প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ করপোরেট শাখার খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে ৫০ হাজার কোটি টাকা। এই এক শাখাতেই শেয়াবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের অন্যতম শক্তিশালী ব্যাংকটি ডুবেছে।

তবে ব্যাংকটি এখন এসব ঋণ আদায়ে একাধিক আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে বন্ধকী সম্পত্তি নিলামে তোলা ও চেক প্রতারণার মামলার রেকর্ডসংখ্যক রুজু।

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে ব্যাংকটি বন্ধক রাখা সম্পত্তি নিলামে তুলেছে এবং চেকের বিপরীতে চট্টগ্রামের আদালতে ১০১টির বেশি সিআর মামলা দায়ের করেছে। তবে ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্র আশঙ্কা প্রকাশ করেছে, নিলামে ওঠা সম্পত্তিগুলো থেকে মোট খেলাপি ঋণের ১০ শতাংশও আদায় সম্ভব হবে না।

চেক এবং এফডিআর লিয়েনের বিপরীতে মোট ঋণের ৪০ শতাংশ আদায়ের সম্ভাবনা থাকলেও অনেক এফডিআর দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিএফআইইউ কর্তৃক ফ্রিজ করা থাকায় সেগুলো থেকেও অর্থ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। সূত্রমতে, ফ্রিজকৃত এফডিআরের পরিমাণ প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা।

এসআলম গ্রুপের খেলাপি প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য-এস আলম ভেজিটেবল অয়েল ১২ হাজার কোটি টাকার বেশি, এস আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড ২ হাজার ১৮০ কোটি টাকা, মেসার্স আদিল করপোরেশন ১ হাজার ২৬৫ কোটি টাকা, সেঞ্চুরি ফুড প্রোডাক্টস লিমিটেড ৯০১ কোটি টাকা।

বিচারিক কার্যক্রম ও নিলাম বিষয়ে জানা যায়, চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিদিনই চেক প্রতারণার মামলা হচ্ছে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এসব মামলার মোট দাবিকৃত টাকার পরিমাণ ১০ হাজার কোটি টাকার বেশি।

অন্যদিকে, স্থাবর সম্পত্তি নিলামে তুলে অর্থ উদ্ধার চেষ্টার অংশ হিসেবে ব্যাংকটি ইতোমধ্যে জাতীয় ও স্থানীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে