ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
Sharenews24

পাকিস্তানের ভয়ে ভারতে ব্ল্যাকআউট

২০২৫ মে ০৮ ১০:০২:৪৪
পাকিস্তানের ভয়ে ভারতে ব্ল্যাকআউট

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের পাল্টা হামলার হুমকির প্রেক্ষাপটে ভারতের সীমান্তবর্তী পাঞ্জাব রাজ্যের অম্রিতসারে ফের ব্ল্যাকআউট প্রটোকল চালু করা হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারি করে নাগরিকদের ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৭ মে) রাত সাড়ে ১২টার দিকে অম্রিতসার শহর ও তার আশপাশের এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনার খবর ছড়িয়ে পড়লে এই সিদ্ধান্ত নেয়া হয়। সঙ্গে সঙ্গেই শহরের বিভিন্ন এলাকায় আলো নিভিয়ে ফেলা হয় এবং লোকজনকে আতঙ্কিত না হয়ে ঘরের ভেতরে অবস্থান করতে বলা হয়।

ভারতের কেন্দ্রীয় সংবাদ সংস্থা এএনআই (ANI) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে জানায়, “সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে অম্রিতসারে ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের ঘরে থাকতে, বাহিরে না আসতে এবং সকল আলো বন্ধ রাখতে অনুরোধ জানানো হয়েছে।”

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত না করলেও, অম্রিতসারের বহু বাসিন্দা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আত্তারি সীমান্তের কাছে বিকট শব্দ শোনা গেছে, বাড়ির কাঁচ কেঁপে উঠেছে এবং ভূকম্পের মতো অনুভূতি হয়েছে।

পি এন শর্মা নামের একজন ফেসবুক ব্যবহারকারী লেখেন, “আত্তারির দিক থেকে বিকট শব্দ এসেছে। আমি জানি এটা কোনো সনিক বুম ছিল না।”আরেকজন, আমারবীর সিং বলেন, “আমার ঘর কেঁপে উঠেছিল। আমি ঘুম থেকে জেগে যাই বিস্ফোরণের শব্দে।”

এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেন। এক টিভি ভাষণে তিনি বলেন,“গতকাল রাতে ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। এর জন্য তাদের মূল্য দিতে হবে।”

তিনি আরও দাবি করেন,“ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে এবং তাদের সেনাবাহিনীর একাধিক সদস্য নিহত ও বন্দি হয়েছে।”

পাকিস্তানের সেনাবাহিনীর গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেন, “এই পাল্টা জবাবে পাকিস্তানের ৩১ জন শহীদ হয়েছেন, যাদের রক্ত বৃথা যাবে না। প্রতিটি ফোঁটা রক্তের বদলা ভারতকে দিতে হবে।”

এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতের সেনাবাহিনীকে সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। পাকিস্তান-ভারত সীমান্তের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে মোতায়েন বাড়ানো হয়েছে।নিউজ-১৮ জানিয়েছে, অম্রিতসারে বিস্ফোরণের খবর মেলেছে, তবে এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকেই সুনির্দিষ্টভাবে হামলার তথ্য নিশ্চিত করা হয়নি।

অম্রিতসারের স্থানীয় প্রশাসন ও পুলিশ নাগরিকদের আশ্বস্ত করার চেষ্টা করলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে,“এটি পূর্বসতর্কতা। পরিস্থিতি শান্ত রাখার স্বার্থেই ব্ল্যাকআউট কার্যকর করা হয়েছে। সবাইকে ঘরে থেকে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।”

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে