ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫
Sharenews24

‘টার্গেটেড সাংবাদিক’ বিতর্কে প্রেস উইংয়ের জবাবে তীব্র প্রতিক্রিয়া

২০২৫ মে ০৭ ১৯:১৩:১৪
‘টার্গেটেড সাংবাদিক’ বিতর্কে প্রেস উইংয়ের জবাবে তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু-তে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাকি ৬৪০ জন সাংবাদিককে ‘টার্গেট’ করেছে। তবে এই দাবি পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে তা প্রত্যাখ্যান করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার (৭ মে) একটি ফ্যাক্টচেক পোস্টে প্রেস উইং জানায়, দিল্লিভিত্তিক সংগঠন রাইটস অ্যান্ড রিস্কস অ্যানালাইসিস গ্রুপ (আরআরএজি) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপতথ্য ছড়াচ্ছে এবং অতীতেও তারা বাংলাদেশের বিষয়ে ভুল তথ্য দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার টিম সংবাদমাধ্যমের স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী। প্রেস উইং আরও জানায়, আরআরএজি অতীতে পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন বিষয়ে ভুল ও অতিরঞ্জিত তথ্য ছড়িয়ে দিয়েছে, যার কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই।

তাদের এসব তথ্যের ভিত্তিতে কিছু বিদেশি গণমাধ্যম এবং আওয়ামী ঘনিষ্ঠ কিছু সাংবাদিক বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছেন। সরকার স্পষ্ট করে জানায়, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো টার্গেটিং বা দমনপীড়ন চলছে না এবং সকল নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে