ঢাকা, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে নজিরবিহীন হাহাকার, ২৬ কোম্পানি ক্রেতাহীন

২০২৫ মে ০৭ ১৬:০৮:২১
শেয়ারবাজারে নজিরবিহীন হাহাকার, ২৬ কোম্পানি ক্রেতাহীন

নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান যুদ্ধ এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার বর্তমান কমিশনের উপর অনাস্থার কারণে দেশের শেয়ারবাজারে হাহাকার দেখা দিয়েছে।

আজ বুধবার (০৭) শেয়ারবাজারে নজিরবিহীন হাহাকার পরিস্থিতি দেখা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক লাফে ১৪৯ পয়েন্ট কমে গেছে এবং ডিএসইর প্রধান সূচক সাড় চার বছরের আগে অবস্থানে নেমে গেছে।

এদিন বাজারজুড়ে শেয়ার বিক্রির হিড়িক থাকলেও লেনদেনের এক পর্যায়ে প্রায় তিন ডজন প্রতিষ্ঠানের কোনো ক্রেতা ছিল। লেনদেনের শেষ পর্যায়ে ২৬টি প্রতিষ্ঠান ক্রেতাশূন্য অবস্থায় মুখ থুবড়ে পড়েছে। প্রতিষ্ঠনগুলোর মধ্যে ‘এ’, ‘বি’ এবং ‘জেড’ সব ক্যাটাগরির প্রতিষ্ঠানই ছিল। তবে ‘জেড’ ও ‘বি’ ক্যাটাগরির প্রতিষ্ঠানের সংখ্যা ছিল সর্বাধিক। ‘এ’ ক্যাটাগরির উল্লেখযোগ্য হলো বীচ হ্যাচারী ও ইস্টার্ন লুব্রিকেন্টস।

প্রতিষ্ঠানগুলো হলো-এবিবি ফাস্ট মিউচুয়াল ফান্ড, বে-লিজিং, বীচ হ্যাচারি, সিএনএ টেক্সটাইল, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড,ইস্টার্ন লুব্রিকেন্টস, এইচআর টেক্সটাইল, আসিবি সোনালী ব্যাংক মিউচুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল লিজিং, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, এলআরগ্লোবাল-১ মিউচুয়াল ফান্ড, এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড,মাইডাস ফাইন্যান্স, মিথুন নিটিং, পিএসইচপি মিউচুয়াল ফান্ড-১, প্রাইম ফাইন্যান্স, প্রাইম টেক্সটাইল, এসআলম কোল্ড স্টিল, এসইএমএলএফবি গ্রোথ ফান্ড, এসইএমএলআইবিবিএলএস ফান্ড,শার্প ইন্ডাষ্ট্রিজ, এসএস স্টিল ও ইউনিয়ন ক্যাপিটাল।

বাজার বিশ্লেষকরা বলছেন, যখন বাজারে আতঙ্ক থাকে, তখন দুর্বল কোম্পানিগুলোর শেয়ার সবচেয়ে আগে বিক্রির চাপে পড়ে। কিন্তু কেউ তা কিনতে চায় না। ফলে এসব শেয়ার ক্রেতাহীন হয়ে পড়ে। তবে অনেক সময় অস্থির বাজারে দাম বৃ্দ্ধির তালিকায়ও বেশি থাকে স্বল্প মূলধনী ‘জেড’ ক্যাটাগরির শেয়ার।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে