ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫
Sharenews24

অব্যাহত দরপতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভের ডাক

২০২৫ মে ০৭ ১৯:১৫:১৯
অব্যাহত দরপতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভের ডাক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে চলমান অব্যাহত দরপতনের প্রতিবাদে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান রাশেদ মাকসুদ কমিশনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ (বিসিআইএ)।

সংগঠনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (০৮ মে) দুপুর ১২টায় মতিঝিলের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হবে।

বিবৃতিতে সংগঠনের সভাপতি এ কে এম মিজান উর রশিদ চৌধুরী শেয়ারবাজারের সকল বিনিয়োগকারী এবং দেশের বিভিন্ন ব্রোকারেজ হাউজের কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত শেয়ার কেনাবেচা (বাই-সেল) বন্ধ রাখা উচিত।এই কারণে আগামীকাল (০৮ মে) দিনব্যাপী সব বিনিয়োগকারীকে লেনদেন কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে