ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে তারেক রহমানের প্রতিক্রিয়া

২০২৫ মে ০৭ ২৩:১৩:৩৪
ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে তারেক রহমানের প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৭ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি বলেন, “আশেপাশে যখন উত্তেজনা ক্রমশ বাড়ছে, তখন আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।”

তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা নিরসনে সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

তারেক রহমান আরও বলেন, “অভিন্ন স্বার্থ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল এ অঞ্চলের সকল মানুষের কল্যাণে কাজ করবে।”

আলীম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে