ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
Sharenews24

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সেবা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

২০২৫ এপ্রিল ২৯ ১১:১৮:৫১
মালয়েশিয়ায় বাংলাদেশিদের সেবা নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে পাসপোর্ট ও কনস্যুলার সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশন শুক্রবার (২৫ এপ্রিল) জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

হাইকমিশন জানায়, সর্বোচ্চ সেবা দিতে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য, বিশেষ ব্যবস্থাপনায় মে ও জুন, ২০২৫ মাসে ই-পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিসসহ অন্যান্য সেবা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক এবং অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট গ্রহণের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করা হবে।

জহুর বাহরু, পেনাং, মেলাকা প্রদেশে প্রাথমিকভাবে সেবাদানের সম্ভাব্য তারিখ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জহুর বাহরুতে ১০ ও ১১ মে, পেনাং ১৭ ও ১৮ মে, জহুর বাহরু ২৪ ও ২৫ মে, মেলাকা ৩১ মে ও ১ জুন, জহুর বাহরু ১৪ ও ১৫ জুন মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেওয়া হবে।

অনিবার্য কারণ বশত: এ কর্মসূচির স্থান, বা তারিখ পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে অবহিত করা হবে বলেও জানিয়েছে হাইকমিশন। এছাড়াও প্রয়োজনে হাইকমিশনের Telephone (PABX) +60326040946/48/49, Fax: +60326040934 & 2604 0935 E-mail: [email protected] Website: www.kualalumpur.mofa.gov.bd যোগাযোগ করতে বলা হয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে