ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

ডলারের দাম কমছে, নতুন রেট দেখে নিন

২০২৫ এপ্রিল ২৮ ১৯:৩১:২২
ডলারের দাম কমছে, নতুন রেট দেখে নিন

নিজস্ব প্রতিবেদক : দেশে ক্রমেই বাড়ছে প্রবাসী আয় এবং গত কয়েক মাস ধরে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স ঢুকেছে দেশে। এর সঙ্গে রপ্তানিতে বড় প্রবৃদ্ধি দেখা দিয়েছে। এসব কারণে ব্যাংকগুলোর ওপর বকেয়া আমদানি বিল পরিশোধের চাপ এবং ডলারের চাহিদা হ্রাস পেয়েছে। এর ফলে টাকার বিপরীতে ডলারের দাম কিছুটা কমেছে।

বর্তমানে রেমিট্যান্সের ডলার কিনতে ব্যাংকগুলো ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২২ টাকা ৬০ পয়সা রেট দিচ্ছে। চলতি মাস এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে, রেমিট্যান্সের ডলার সংগ্রহের জন্য ব্যাংকগুলো ১২৩ টাকা থেকে ১২৩ টাকা ২০ পয়সা পর্যন্ত রেট দিচ্ছিল। এই হিসাবে গত দুই সপ্তাহে ডলারের দাম কমেছে ৫০ পয়সা থেকে ৭০ পয়সা পর্যন্ত।

খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকগুলোর উপর আগের মতো বকেয়া পেমেন্টের চাপ নেই। এর ফলে এক্সচেঞ্জ রেটের ওপর যে চাপ ছিল, সেটাও কমে এসেছে। বৈদেশিক মুদ্রার বাজার আগের তুলনায় এখন অনেক সহজ হয়ে গেছে। এ কারণে আগামীতে ডলারের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

বিনিয়োগকারীদের মধ্যে একটি অংশ এখনো আগামী নির্বাচনের ফলাফলের অপেক্ষায় নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। এ কারণে আমদানির জন্য ডলারের চাহিদা বাড়ার সম্ভাবনা নেই। কিছু সময় পর, ডলারের চাহিদা বাড়ার সম্ভাবনা না থাকার কথাও বলা হচ্ছে।

এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বকেয়া পরিশোধের চাপও কমে এসেছে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এক মতবিনিময় অনুষ্ঠানে জানিয়েছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময়ে বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানি খাতে বকেয়া, এলএনজি ও তেলের পাওনা (বকেয়া) ছিল ৩.২ বিলিয়ন ডলার। গত আট মাসে তা কমিয়ে ৬০০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ২১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ রেমিট্যান্স পেয়েছে ২৩.৭৫ বিলিয়ন ডলার যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.৬ শতাংশ বেশি। তবে টাকার বিপরীতে ডলার দর কিছুটা কমে আসার পেছনে মুদ্রাটির দাম ১২৩ টাকার নিচে রাখার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার প্রভাবও কিছুটা কাজ করছে।

ব্যাংকগুলোও প্রয়োজন না হলে ১২৩ টাকার বেশি দামে ডলার কিনছে না। বেসরকারি ব্যাংকের ট্রেজারি শাখার এক কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, তারা ডলার প্রতি সর্বোচ্চ ১ টাকা মুনাফা করছে। বিশেষজ্ঞরা বলছেন ডলারের দাম কমে যাওয়ার মূল কারণ হচ্ছে সরবরাহের বৃদ্ধি। গত দুই বছরের মধ্যে ডলারের সরবরাহ এখন সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে