ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
Sharenews24

পেহেলগাম হামলায় নিরাপত্তাহীনতার সরকারের বিস্ফোরক ব্যাখ্যা

২০২৫ এপ্রিল ২৫ ১৯:০১:৪১
পেহেলগাম হামলায় নিরাপত্তাহীনতার সরকারের বিস্ফোরক ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক: জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার পর, কেন সেখানে সেনা মোতায়েন ছিল না, এই প্রশ্নের জবাব দিলো ভারতের কেন্দ্রীয় সরকার। গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিল্লিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে বিরোধীরা এই বিষয়ে তীব্র প্রশ্ন তুলেছিল।

বৈঠকে প্রথমে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানতে চান, হামলার মতো স্পর্শকাতর অঞ্চলে কেন কোনো নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল না? তার প্রশ্নের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিংসহ অন্যান্য বিরোধী নেতারাও।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় পর্যটন সংস্থাগুলো প্রশাসনের অনুমতি ছাড়াই আগেভাগে পর্যটক বুকিং শুরু করে যার ফলে সরকার রুটটি খোলার বিষয়টি জানতে পারে না। এই অনিয়মের কারণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা সম্ভব হয়নি। সরকারি ভাষ্য অনুযায়ী, প্রতি বছর জুন মাসে অমরনাথ যাত্রার সঙ্গে সমন্বয় করে ওই রুট পর্যটকদের জন্য খোলা হয় কিন্তু এ বছর স্থানীয় ট্যুর অপারেটররা ২০ এপ্রিল থেকেই বুকিং নিতে শুরু করে ফলে সময়মতো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

বৈঠকে উপস্থিত সব রাজনৈতিক দলই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারকে সর্বাত্মক সমর্থন জানিয়েছে তবে বিরোধীরা সরকারের কাছে 'হিন্দু-মুসলিম বিভাজনের’ পথ না নেওয়ার অনুরোধ জানিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

উল্লেখ্য, ২২ এপ্রিল বিকেলে পেহেলগামের বৈসরন উপত্যকায় সংঘটিত হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিক ছিলেন। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা ‘দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট’।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে