ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

সৌদি  আরবে সক্রিয় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী‘থাড’!

২০২৫ জুলাই ০৪ ০৮:৪১:০৮
সৌদি  আরবে সক্রিয় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী‘থাড’!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা যুক্তরাষ্ট্র নির্মিত 'টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড)', প্রথমবারের মতো সৌদি আরবে মোতায়েন করা হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

এই মোতায়েন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার এবং কৌশলগত এলাকাগুলো রক্ষায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আরবি আন্তর্জাতিক সংবাদমাধ্যম আশরাক আল-আওসাতের বরাত দিয়ে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরও এই তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, 'থাড' স্বল্প, মাঝারি এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম একটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এটিই একমাত্র মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা বায়ুমণ্ডলের ভেতরে ও বাইরের লক্ষ্যবস্তুকে বাধা দিতে সক্ষম। এর অর্থ হলো, শত্রু ক্ষেপণাস্ত্র বায়ুমণ্ডলে প্রবেশ করার আগেই অথবা বায়ুমণ্ডলের ভেতরে নির্দিষ্ট উচ্চতায় থাকাকালীনই 'থাড' তা ধ্বংস করতে পারে, যা সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করবে।

সৌদি আরবের জেদ্দা প্রদেশের বিমান প্রতিরক্ষা বাহিনী গবেষণা কেন্দ্রে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে 'থাড' মোতায়েনের উদ্বোধন করা হয়। এই মোতায়েন সৌদি বাহিনীতে পরিচালিত ব্যাপক প্রশিক্ষণ কর্মসূচির একটি অংশ, যা নিশ্চিত করবে যে দেশটির প্রতিরক্ষা কর্মীরা এই জটিল ব্যবস্থা দক্ষতার সাথে পরিচালনা করতে সক্ষম।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা এবং বিশেষ করে কৌশলগত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করা।

মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আঞ্চলিক হুমকি বিবেচনায় সৌদি আরবে 'থাড' ব্যবস্থার মোতায়েন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত। এটি কেবল সৌদি আরবের নিজস্ব নিরাপত্তাই জোরদার করবে না, বরং আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রেও এর প্রভাব পড়তে পারে বলে বিশেজ্ঞরা মনে করছেন।

মিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে