ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
Sharenews24

মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ পেতে পারে স্বস্তির খবর

২০২৫ জুলাই ০৪ ২৩:৪০:১৫
মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশ পেতে পারে স্বস্তির খবর

নিজস্ব প্রতিবেদক: মার্কিন শুল্ক আরোপের ২ মাসের স্থগিতাদেশ ৯ জুলাই শেষ হওয়ার আগে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বৈঠকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং অধিকাংশ ক্ষেত্রে আগের শুল্ক হারই বহাল থাকতে পারে, যা বাংলাদেশের জন্য স্বস্তির খবর।

যুক্তরাষ্ট্র 'রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্ট' নামে একটি চুক্তির খসড়া পাঠালেও, বাংলাদেশ সর্বোচ্চ ১০ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ সীমিত রাখার অনুরোধ করেছে। এ নিয়ে গত ২৬ জুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ইউএসটিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

১০ শতাংশ শুল্ক হার বহাল রাখার অনুরোধের বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ইউক্রেন থেকে গম আমদানি বাতিল করে যুক্তরাষ্ট্র থেকে গম কেনার সিদ্ধান্ত, বোয়িং থেকে উড়োজাহাজ কেনার পরিকল্পনা, এবং এলএনজি আমদানি বাড়ানোর উদ্যোগ উল্লেখযোগ্য।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, প্রাথমিক আলোচনায় যুক্তরাষ্ট্রের বেশিরভাগ প্রস্তাব মেনে নেওয়া হয়েছে। যদিও কিছু বিষয়ে শুল্ক বৃদ্ধির কথা বলা হয়েছে, তা নিয়ে অর্থ উপদেষ্টা যুক্তরাষ্ট্র সফর করবেন। তিনি আশাবাদী যে, আগের শুল্ক হারই বহাল থাকবে অথবা বিকল্প প্রস্তাবে যুক্তরাষ্ট্র রাজি হবে।

তবে, পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, রেসিপ্রোকাল ট্যারিফ প্রত্যাহার নিয়ে আলোচনার অগ্রগতি সম্পর্কে তাদের কোনো তথ্য জানানো হচ্ছে না। বিজিএমইএ'র পক্ষ থেকে লবিস্ট নিয়োগের প্রস্তাবের বিষয়েও কোনো অগ্রগতি নেই বলে তারা জানিয়েছেন।

বাংলাদেশ মনে করে, মার্কিন পণ্যের উপর বাংলাদেশের ৭৪ শতাংশ শুল্ক আরোপের যুক্তরাষ্ট্রের দাবিটি ভুল। ড. খলিলুর রহমান ইউএসটিআর এর সভায় মার্কিন পণ্যের উপর বাংলাদেশের প্রকৃত শুল্ক হারের চিত্র তুলে ধরেছেন। ২০২৪ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ২২১ কোটি ডলারের পণ্য আমদানি করলেও, ৮৩৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।

মিরাজ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে