ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

যেভাবে আটক হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক

২০২৫ জুলাই ০৩ ১০:২৮:০০
যেভাবে আটক হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (০২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক।

ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে গত ৫ আগস্টের ঘটনাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। গোপন তথ্য ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা টিম তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়।

গ্রেপ্তার অভিযানের বিষয়ে সূত্রগুলো জানিয়েছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে নাঈমুর রহমান দুর্জয় পালানোর চেষ্টা করেছিলেন। তবে গোয়েন্দা পুলিশ তাকে সেই সুযোগ দেয়নি এবং দ্রুততার সাথে তাকে হেফাজতে নেয়। ডিআইজি আরও বলেন, "তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।"

নাঈমুর রহমান দুর্জয়ের গ্রেপ্তার দেশের রাজনৈতিক অঙ্গনে এবং ক্রীড়া মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যখন দেশের আরও কয়েকজন তারকা ক্রিকেটারের রাজনীতিতে অংশগ্রহণ নিয়ে বিতর্ক চলছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে