ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫
Sharenews24

মালদ্বীপে প্রবাসীদের জন্য সুখবর

২০২৫ জুলাই ০৪ ১১:০০:৫৫
মালদ্বীপে প্রবাসীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক: মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ইস্যু, নবায়ন ও সংশোধনে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ হাইকমিশন। এখন থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই দূতাবাস থেকে এসব সেবা পাওয়া যাবে।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রবাসীরা যেন দেশে গিয়ে কোনো তথ্য পরিবর্তন না করেন। কারণ, পাসপোর্টের তথ্য জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের সঙ্গে না মিললে দেশে গিয়ে সংশোধন করে আবার মালদ্বীপে ফিরে আসার সময় বিমানবন্দরে জটিলতায় পড়তে হয়। এমনকি ফিরতি যাত্রায় ফেরত পাঠানোও হতে পারে।

এই সমস্যা নিরসনে দূতাবাস থেকেই এখন কাগজপত্র যাচাই করে সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। এতে করে প্রবাসীরা পাসপোর্ট সংক্রান্ত সমস্যায় পড়বেন না এবং সময় ও অর্থ সাশ্রয় হবে।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন,“যদি কেউ তথ্য সংশোধনের প্রয়োজন মনে করেন, তবে দেশের পরিবর্তে মালদ্বীপেই হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করুন। সঠিক কাগজপত্র থাকলে সবকিছু দূতাবাস থেকেই করা সম্ভব।”

নতুন এই নির্দেশনায় স্বস্তি প্রকাশ করেছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। তারা জানান, এখন ই-পাসপোর্ট সহজেই পাওয়া যাচ্ছে এবং পুরনো পাসপোর্ট বদলের পাশাপাশি নাম-ঠিকানা সংশোধনের সুবিধাও মিলছে।

প্রবাসীদের দাবি, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়াটি যেন আরও সহজ, দ্রুত এবং অনলাইনভিত্তিক করা হয়।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে