ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

২০২৫ জুলাই ০৪ ১৬:০৪:৪৫
শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির পাঠ্যবইয়ে চিহ্নিত ভুল সংশোধনে উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (ঢাকা)। এ লক্ষ্যে এসএসসি পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে আগামী ৭ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছকে ভুল সংশোধনের প্রস্তাব পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে—প্রতিটি প্রতিষ্ঠানকে ‘NikoshBan, ফর্ম-১২’ অনুসরণ করে সংশোধনের প্রস্তাব তৈরি করতে হবে। প্রস্তাবের হার্ড কপি ছাড়াও সফট কপি ইমেইলে (???? [email protected]) পাঠাতে হবে।

এই পদক্ষেপ নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে। উদ্দেশ্য হলো পাঠ্যবইয়ের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও নির্ভুল ও তথ্যবহুল পাঠদান নিশ্চিত করা।

চিঠিতে আরও বলা হয়,“শিক্ষকদের পাঠ্যবইয়ে চিহ্নিত ভুলগুলো নির্ধারিত ছকে উপস্থাপন করে দ্রুত সময়ের মধ্যে বোর্ডে প্রেরণের অনুরোধ জানানো হচ্ছে।”

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে কিছু শ্রেণির পাঠ্যবইয়ে একাধিক তথ্যগত ভুল পাওয়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এই প্রেক্ষিতে শিক্ষা বোর্ড ভুলগুলো সংশোধনের উদ্যোগ নিয়েছে, যা ভবিষ্যতের সংস্করণে প্রণয়ন করা হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে