ঢাকা, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

সিটি ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সম্মেলন 

২০২৫ জুলাই ০৫ ১৬:০৭:৫২
সিটি ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং সম্মেলন 

নিজস্ব প্রতিবেদক: সিটি ব্যাংক শাখা এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স কনফারেন্সের আয়োজন করেছে। সম্প্রতি ঢাকার একটি হোটেলে এ আয়োজন করা হয়। সিটি ব্যাংকের সব শাখার শাখা এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসাররা এতে অংশ নেন। শনিবার (৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান এএফএম শাহিনুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে ছিলেন– সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, চিফ অপারেটিং অফিসার মাহিয়া জুনেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সম্মেলনে ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংকে অ্যান্টি মানি লন্ডারিং প্রতিরোধ কমপ্লায়েন্স অনুসরণের গুরুত্ব এবং আর্থিক অপরাধ প্রতিরোধে বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে আলোচনা করা হয়।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে