ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

২০২৫ জুলাই ০৫ ১৪:৩৭:১২
সাবেক সিইসি এটিএম শামসুল হুদা আর নেই

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা আর নেই। শনিবার (৫ জুলাই) সকালে ৮৩ বছর বয়সে গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর ভগ্নিপতি আশফাক কাদেরী এ খবর নিশ্চিত করে জানিয়েছেন, তার যুক্তরাষ্ট্রপ্রবাসী মেয়ে দেশে ফিরলে জানাজার সময় নির্ধারণ করা হবে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

এ টি এম শামসুল হুদা ১৯৬৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন এবং বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ সিভিল সার্ভিসে কাজ শুরু করেন।

কর্মজীবনে তিনি বাগেরহাটের মহকুমা প্রশাসক, পানি সম্পদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০০ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর, ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি তিনি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন। পাঁচ বছর সফলভাবে দায়িত্ব পালনের পর ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি তিনি বিদায় নেন। তার নেতৃত্বাধীন কমিশনের সময়েই ভোটের আগে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়।

এছাড়া, নির্বাচনী আইন সংস্কারের জন্য সংলাপ আয়োজন করা হয় এবং রাজনৈতিক দলের নিবন্ধনের নিয়ম ও ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালু করা হয়।

তার কমিশনের অধীনে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ৮৭ শতাংশের বেশি ভোটারের উপস্থিতি ছিল। সেই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি, বিএনপি ৩০টি এবং জাতীয় পার্টি ২৭টি আসন লাভ করে।

যদিও বিএনপি বরাবরই এই ইসির সমালোচনায় মুখর ছিল, তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তত্ত্বাবধায়ক ব্যবস্থার বিলোপ ঘটে এবং সংবিধানে ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠনের নিয়ম যুক্ত হয়।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে