ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
Sharenews24

যে কারণে প্রধানমন্ত্রী  এখন সংস্কৃতিমন্ত্রী 

২০২৫ জুলাই ০৩ ১৬:৩৮:৫৮
যে কারণে প্রধানমন্ত্রী  এখন সংস্কৃতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডের সাময়িক বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা দেশটির নতুন মন্ত্রিসভায় সংস্কৃতি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ব্যাংককের গভর্নমেন্ট হাউসে আয়োজিত এক শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি নতুন পদে শপথ নেন।

প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নেশন জানিয়েছে, শপথ গ্রহণ করেন আরও ১৪ জন নতুন মন্ত্রী। অনুষ্ঠানস্থলে সকাল ৯টা ৭ মিনিটে পৌঁছান পেতংতার্ন। হাস্যোজ্জ্বল মুখে তিনি উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা জানান।

এর মাত্র দুই দিন আগেই, ১ জুলাই থাইল্যান্ডের ক্রিমিনাল কোর্ট তার প্রধানমন্ত্রী পদ সাময়িকভাবে স্থগিত করে। তবু রাজনীতির মঞ্চে নিজের অবস্থান ধরে রাখলেন তিনি, albeit নতুন ভূমিকায়।

প্রধানমন্ত্রিত্ব হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই বড় রদবদল ঘটে থাই মন্ত্রিসভায়। এর মূল কারণ, ক্ষমতাসীন জোট থেকে রক্ষণশীল ভুমজাথাই পার্টির সরে যাওয়া। এতে সরকার এখন সংসদে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ছোট দলগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে, যা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তুলছে।

নতুন মন্ত্রিসভার ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ফুমথাম উইচায়াচাই, এবং সাময়িকভাবে নেতৃত্ব দিচ্ছেন সুরিয়া জুংরুংরুয়াংকিত।

সম্প্রতি একটি বিতর্কিত ফোনালাপ ফাঁস হওয়ার পর থেকে পেতংতার্নের জনপ্রিয়তা হঠাৎই কমতে শুরু করে। সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেনের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে তার কথোপকথন জনসম্মুখে আসার পর, তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে থাকে।

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা পেতংতার্ন সেনা-সমর্থিত সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনায় আসেন। তবে সাম্প্রতিক সংকটে তাকে ১৫ দিনের মধ্যে নিজ অবস্থান ব্যাখ্যার সুযোগ দেওয়া হয়েছে।

মুসআব/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে