ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

সারজিসের বন্ধুর বিরুদ্ধে টাকা উদ্ধারের অভিযোগ

২০২৫ জুলাই ০৫ ১৪:৫২:৩৪
সারজিসের বন্ধুর বিরুদ্ধে টাকা উদ্ধারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা উদ্ধারের দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওসহ ছড়ানো এই দাবিতে বলা হয়, ঈদের পর এনসিপির প্রচারণার খরচ হিসেবে এই টাকা সারজিসের কাছেই রাখা হয়েছিল।

তবে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার জানিয়েছে, ছড়ানো ভিডিওটি সারজিস আলমের সঙ্গে সম্পর্কিত নয়। শনিবার (৫ জুলাই) সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি নাকচ করে দিয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, ভাইরাল ভিডিওটি মূলত মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনার। ২০২৫ সালের ৫ জুন প্রকাশিত “জেনেভা ক্যাম্পে অভিযান: মাদক বিক্রির আড়াই কোটি টাকাসহ গ্রেপ্তার ১০” শিরোনামের একটি সংবাদ প্রতিবেদন থেকে এই ভিডিও ফুটেজ সংগ্রহ করে ভুয়া দাবি ছড়ানো হয়েছে।

তথ্যানুসন্ধানে জানা যায়, সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে ৪ জুন রাতে মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকার বিহারি ক্যাম্পে ২ কোটি ৪৫ লাখ টাকা, বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন:মো. ইসহাক আহমেদ (৩৮), মো. চুম্মন (২৫), মো. রবিউল ইসলাম (৩০), মো. রায়হান (১৮), মো. শহিদুল ইসলাম বিজয় (১৮), মো. ইমরান সাইদ (৪২), মো. রাসেল (২২), মো. ইমরান (৩২), মো. শাহাদাত (২০) ও মো. নয়ন (২৩)।

রিউমর স্ক্যানারের বিশ্লেষণে আরও বলা হয়, সারজিস আলমকে যেভাবে সরকারের উপদেষ্টা হিসেবে উল্লেখ করা হয়েছে, সেটিও বিভ্রান্তিকর; কারণ তিনি সরকারি কোনো পদে অধিষ্ঠিত নন।

মোহাম্মদপুরে মাদকবিরোধী অভিযানের ভিডিওকে বিকৃতভাবে উপস্থাপন করে সারজিস আলমের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। ভিডিওটি সারজিসের বন্ধুর বাসা থেকে টাকা উদ্ধারের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে