ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

যুক্তরাষ্ট্র না করলেও রাশিয়ার সাহসী পদক্ষেপ

২০২৫ জুলাই ০৪ ১০:০৭:৪১
যুক্তরাষ্ট্র না করলেও রাশিয়ার সাহসী পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: চার বছর আগে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর ক্ষমতায় আসা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার (৩ জুলাই) আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের মাধ্যমে মস্কো এই স্বীকৃতি প্রদান করে।

এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “আমরা বিশ্বাস করি, আফগান সরকারের স্বীকৃতির ফলে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে গতি আসবে।”

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, “রাশিয়ার এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে। এখন যেহেতু স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, রাশিয়া সবার চেয়ে এগিয়ে।”

কাবুলে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনভের সঙ্গে মুত্তাকির ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার।

রাশিয়ার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তাছাড়া তালেবানের একাধিক শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ সম্পদও জব্দ করে রেখেছে যুক্তরাষ্ট্র।

এই নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের কারণে আফগানিস্তানের ব্যাংকিং খাত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে পড়ে আছে। ফলে দেশটির অর্থনীতি চরম সংকটে রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে