ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
Sharenews24

নুর-রাশেদের দাঙ্গার ঘটনায় আদালতের কঠোর নির্দেশ

২০২৫ জুলাই ০৪ ১৫:১৪:৪৬
নুর-রাশেদের দাঙ্গার ঘটনায় আদালতের কঠোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: বরিশালে জাতীয় পার্টির (জাপা) কার্যালয় ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশালের একটি আদালত কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ দেন।

মামলার প্রধান আসামি গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়া দলের বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দসহ মোট ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭০-৮০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

জানা গেছে, গত ৩১ মে রাত ৯টার দিকে বরিশাল নগরীর ফকিরবাড়ি সড়কে অবস্থিত জাপা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই দিন বিকেলেও জাপার একটি মিছিলে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

জাপার বরিশাল জেলা সাধারণ সম্পাদক এবং মামলার আইনজীবী আবদুল জলিল জানান, ঘটনার পর থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে তারা আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশের পর পুলিশ মামলাটি গ্রহণে বাধ্য হচ্ছে।

মামলায় নুরুল হক নুর ও রাশেদ খানের পাশাপাশি বরিশাল জেলা সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, "আদালতের আদেশের কাগজপত্র হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে