ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

তানজিন তিশার স্বামীর বিতর্কের মাঝেই সন্তানের ছবি ফাঁস

২০২৫ জুলাই ০৫ ১৭:৩১:২৯
তানজিন তিশার স্বামীর বিতর্কের মাঝেই সন্তানের ছবি ফাঁস

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি এক টক শোতে মা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেন দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জায়েদ খানের সঞ্চালনায় ওই টক শোতে উপস্থিত হয়ে তিশা জানান, তিনি ভবিষ্যতে মা হতে চান।

এর পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায় তিশার সন্তান ও শিশুর সঙ্গে তার স্নেহময় মুহূর্ত। নির্ঝর দাবি করেন, এই ছবিগুলোই তিশার পুত্রসন্তানের।

দুটি ছবিতে তিশা শিশুকে কোলে নিয়ে মমতা দেখাচ্ছেন, আর অন্য একটি ছবিতে দুটি শিশুর দোলনায় বসার ছবি রয়েছে, যেখানে মুখ ঢাকা আছে। নির্ঝর লেখেন,“সেলিব্রিটি হওয়ার পর মানুষ কি তার গর্ভের সন্তানকেও অস্বীকার করতে পারে?”

অন্যদিকে, তানজিন তিশা তার আগের বিয়ে ও সন্তানের খবরগুলো মিথ্যা বলে অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, তার সাবেক স্বামী বর্তমানে দুবাইয়ে বাস করেন এবং তাদের সন্তান ঢাকায় দাদির সঙ্গে থাকে।

নির্ঝর আরও দাবি করেন,“তিশা টক শোতে মিথ্যা কথা বলেছেন। আমরা বছরখানেক আগে তানজিন তিশাকে নিয়ে স্টোরি করতে গিয়ে তার সন্তান ও সাবেক স্বামীকে খুঁজে পেয়েছিলাম। এখন প্রমাণ করুন যে, এই শিশু আপনার সন্তান নয়।”

নির্ঝরের এই পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং তার পোস্টে অনুরাগীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই এই ঘটনাকে অবাক হওয়ার মতো বিষয় মনে করছেন।

গত ৪ জুলাই ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ টক শোতে তানজিন তিশা জানান,“আমি মা হতে চাই, এর মধ্যে আমি বিয়ে করব। পাঁচ বছর পর নিজেকে আমি একজন মা হিসেবে দেখতে চাই।”

তিশা বলেন,“আমার পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ। এটা লুকানোর কিছু নেই।”

এই বক্তব্যের প্রেক্ষিতে নির্ঝর তিশার সন্তান দাবি করে ছবি ফাঁস করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। বর্তমানে এই বিষয়ে তানজিন তিশার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মুসআব/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে