ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫
Sharenews24

আমরা না থাকলেও ক্ষতি নেই: উপদেষ্টা আসিফ 

২০২৫ জুলাই ০৫ ০৯:১৯:৫৪
আমরা না থাকলেও ক্ষতি নেই: উপদেষ্টা আসিফ 

নিজস্ব প্রতিবেদক: যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জুলাই মাসে শহীদ হতে না পারা তাঁর জীবনের একটি বড় আফসোস।

শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

তিনি লেখেন,“গত বছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। দেশের জনগণ তার পরিণতি কী করেছে, তা সবারই জানা।”

স্ট্যাটাসে আরও উল্লেখ করেন,“৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ এলে কখনো পিছপা হবো না। এই জুলাইই লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।”

তিনি নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ লক্ষ্য প্রসঙ্গে বলেন,“আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই। আমাদের ভিশন ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

স্ট্যাটাসের শেষ অংশে তিনি খানিক আবেগপ্রবণ ভাষায় লেখেন,“একটারে মারি, একটাই যায়। বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?”

এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকে একে রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন, কেউবা বলছেন, এটি বর্তমান রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করছে।

মুসআব/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে